রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

0

লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জ সদরে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রেললাইন এলাকার ১ নম্বর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান। ওসি শাহ জামান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত দুই জন নিহত হয়েছেন। ১০ জনকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ‍ওসি বলেন, ট্রেনটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যাচ্ছিল। ১ নম্বর রেলগেট এলাকায় রেলক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। বাসটি রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে ধাক্কা দেয় ট্রেনটি। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, শুরুতে তিন জনের মৃত্যুর কথা জানা গেলেও পরে দুই জনের লাশ পাওয়া যায়। তবে একজনের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে মৃত বলেছিল সবাই। কিন্তু তিনি বেঁচে আছেন।