বিএনপির কোনো নেতা-কর্মী ভোটের মাঠে যাবেন না : অধ্যাপক নাগিস বেগম

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ আগামী ৮ মে’র একদলীয় উপজেলা পরিষদ নির্বাচন বয়কটে শনিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপির কোনো নেতা-কর্মী ভোটের মাঠে যাবেন না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু , যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক, উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মকবুল হোসেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মকবুর হোসেন মুকুল, মজিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান, পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি আনিসুজ্জামান, পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক, উপজেলা যুবদলের নেতা আলমগীর ছিদ্দিক, আব্দুল গফুর, মেহেদী হাসান হিমেল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবলু রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।