মাতৃহারা নির্মল কুমার বিটের বাড়িতে অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ মাতৃবিয়োগে শোকাহত যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। শনিবার তিনি কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামস্থ নির্মল কুমার বিটের বাড়িতে গিয়ে তার শোকাহত স্বজনদের সমাবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ।