বিএনপি নেতা হাজী মুকুলের পিতার ইন্তিকাল অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পিতা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক হাজী আকবর আলী ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল ১০ টায় তিনি শহরের চাঁচড়া ডাল মিল এলাকার নিজ বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি তিন ছেলে দুই মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপি নেতা অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পিতা হাজী আকবর আলীর মৃত্যুর সংবাদ শুনে তার শোকাহত স্বজনদের সমবেদা জানাতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও তার শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে যান, জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু, গোলাম রেজা দুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি এ এস এম হুমায়ূন কবির কবু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা মিলি, পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকসিমুল বারী অপু, সংরক্ষিত কাউন্সিলর নাসিমা আক্তার জলি, শেখ রোকেয়া পারভিন ডলি, কাউন্সিলর আলমগীর কবির সুমন, আওয়ামী লীগ নেতা ফিরোজ খান, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। বাদ এশা চাঁচড়া ডাল মিল মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে চাঁচড়া রাজবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
বিএনপি নেতা অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পিতা হাজী আকবর আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হাজী আকবর আলী ধার্মিক পরোপকারী সজ্জন ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে প্রিয়ভাজন ছিলেন। তিনি একজন বিদ্বান শিক্ষক হিসেবে যেভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছিলেন, ঠিক একই ভাবে পন্ডিত শিক্ষক হিসেবেও শিক্ষক ছাত্র-ছাত্রীদের মাঝে সমাদৃত ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম এবং শোকাহত স্বজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন আমিন।
অনুরূপ শোক জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সোনালী অতীত ক্লাবের সভাপতি এ বি এম আখতারুজ্জামান প্রমুখ।