জেডিএসে অ্যাডহক কমিটি গঠন

0

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে যশোর জেলা ক্রীড়া সংস্থার (জেডিএস) বর্তমান কার্যনির্বাহী পরিষদ বাতিল করে সাত সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারকে সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনকে সদস্য সচিব করে গত ১৮ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলাম এ কমিটিকে অনুমোদ দেন।
কমিটির অন্যান্যরা হলেন, সদস্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন ও জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।
অ্যাডহক কমিটিকে যশোর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রম পরিচালনাসহ গঠনতন্ত্রের ২৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।