নওয়াপাড়ায় ইস্তিসকার নামাজ আদায়

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ চলমান তীব্র তাপপ্রবাহে অভয়নগরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপদাহে পুড়ছে প্রকৃতি । তীব্র তাপদাহ চলমান থাকায় বিভিন্ন সবজির ফসল শুকিয়ে যাচ্ছে। আম লিচুসহ নানা ফল ঝরে পড়ছে। কষ্টে আছে প্রাণীকূলও। এ তীব্র তাপদাহ থেকে পরিত্রাণ চেয়ে তওবা, ইস্তিসকার নামাজ ও দোয়া করেছেন উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার সকাল সাড়ে ৯টার সময় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাপদাহ থেকে মুক্তি পেতে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের আয়োজনে ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত হয়ে তওবা, ইস্তিসকার নামাজ আদায় করেন। মাদ্রাসার ছাত্র, যুবক, ব্যবসায়ী, শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসলমানরা তওবা করে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায়ে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন হাফেজ শফিউল ইসলাম। নামাজ শেষে দোয়া পরিচলনা করেন, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আজিম উদ্দিন কাসেমী।