এবারের বিপিএলে প্রাইজমানি এবং খেলোয়াড়দের পারিশ্রমিক কত?

0

লোকসমাজ ডেস্ক॥ বিপিএলে মানে ব্যাট-বলের দুর্দান্ত লড়াই। চার-ছক্কার ধুম-ধাড়াক্কা লড়াই। মাঠের খেলায় কোন ব্যাটার কতগুলো চার-ছক্কা মারলো সে সব জানতে উদগ্রীব থাকেন ক্রিকেট ভক্ত-সমর্থকরা। এর বাইরেও আরেকটি বিষয় জানতে সবাই থাকেন উন্মুখ। সেটা হলো বিপিএলের প্রাইজমানি কত এবং কোন খেলোয়াড় বিক্রি হলেন কত টাকায়? আগামী বিপিএল শুরুর দিন-ক্ষণ চূড়ান্ত করা হয়ে গেলেও ৬টি ফ্র্যাঞ্চাইজি এখনও চূড়ান্ত করতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন এ খবর। তবে তিনি, আরও কিছু আপডেট জানিয়ে দিলেন আজ। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে মল্লিক জানিয়েছেন, আগামী বিপিএলের প্রাইজমানি কত? কোন খেলোয়াড় কত টাকায় বিক্রি হবেন- এ সব কিছুই। বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব বলেছেন, ‘এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা পুরস্কার। রানার্সআপ দলের জন্য বরাদ্দ থাকছে ৫০ লাখ টাকা।’
শুধু প্রাইজমানিই নয়, তিনি খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টিও ক্লিয়ার করে দিয়েছেন। স্থানীয় প্লেয়ারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৭০ লাখ টাকা এবং বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৭০ হাজার ডলার। ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ড্রাফটের বাইরে চুক্তি করলে তো যে কেউ যে কোনো দামে খেলতে পারে। লোকাল প্লেয়ারদের জন্য (ক্যাটাগরি অনুসারে) ৭০, ৩৫, ২৫, ১৮, ১২ লাখ এমন করা আছে। বিদেশিরা ৭০ হাজার ডলার থেকে শুরু। তারপর ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার এমন।’ এছাড়া মল্লিক আরও জানান, তিনজন বিদেশি আর একজন দেশি প্লেয়ার ড্রাফটের বাইরে রাখা যাবে। প্লেয়ার্স ড্রাফট কবে? আগেই জানা, ড্রাফটের সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর। তবে তা না হলে ৩ থেকে ৫ জানুয়ারির মধ্যে হবে। বিপিএল শুরুর দিনক্ষণ এখনো আগেরটাই আছে। মানে বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২০ জানুয়ারি। শেষ হবে ২০ ফেব্রুয়ারি। মল্লিকের শেষ কথা, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনাই বেশি।