ক্রিকেটকে বিদায় বললেন ডি ভিলিয়ার্স

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় দলে তার ফেরা নিয়ে কতই না গুঞ্জন। যদিও তা বাস্তবে রুপ নেয়নি শুধুমাত্র বোর্ডের এক রকম সদিচ্ছার অভাবে। প্রোটিয়া এই তারকা এবার সব ধরনের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন শুক্রবার। ডি ভিলিয়ার্স অবসরের ঘোষণাটি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর ফলে আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে কলকাতার বিপক্ষে খেলা ম্যাচটাই তার সর্বশেষ। অবসরে নিয়ে প্রোটিয়া এই ব্যাটার বলেছেন, ‘এটা ছিল অবিশ্বাস্য এক পথচলা। কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। বাড়ির পেছনে বড় ভাইদের সঙ্গে খেলার দিন থেকেই ক্রিকেটটা বিশুদ্ধ উপভোগ আর লাগামহীন উদ্দীপনা নিয়ে খেলেছি। কিন্তু ৩৭ বছর বয়সে সেই জায়গায় আর আগের তেজটা নেই।’
ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১৮ সালে। অবশ্য তার এমন সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছিল। কারণ তখনও ব্যাটে বারুদ অবশিষ্ট ছিল তার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই যার ঝলক দেখা যাচ্ছিল। ২০১৯ বিশ্বকাপে অবসর থেকে ফেরার খবরও ছড়িয়েছিল। কিন্তু বোর্ড রাজি না হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু পরেও বেশি দূর এগোয়নি এই আলোচনা।