কোহলিদের ‘বড় ক্ষতি’ করে দিলো বাদ পড়া হায়দরাবাদ

0

লোকসমাজ ডেস্ক॥ পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকলে প্লে-অফে দুটি সুযোগ পাওয়া যাবে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততে পারলে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সেই পথে এগিয়ে যেতো। কিন্তু শেষ বলের থ্রিলার জিতে কোহলিদের বড় ক্ষতি করে দিয়েছে হায়দরাবাদ। আবুধাবিতে বুধবার রাতে ব্যাঙ্গালুরুকে ৪ রানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। এই হারের পর ১৩ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে ব্যাঙ্গালুরু। দুইয়ে থাকা চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১৮। দুই দলেরই হাতে একটি করে ম্যাচ আছে। তবে কোহলিরা জিতলেও নেটরানরেটের কারণে দুই নম্বরে থেকে শেষ করা প্রায় অসম্ভব। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৭ উইকেটে মাত্র ১৪১ রানের সংগ্রহ গড়েছিল হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন জেসন রয়। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৩১। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। জবাবে ৩৮ রানে ৩ উইকেট হারালেও দেবদূত পাডিক্কেলের ৪১ (৫২ বলে) আর গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ৪০ রানে (২৫ বলে) ভর করে জয়ের ভালো সম্ভাবনা ছিল ব্যাঙ্গালুরুর। শেষ ওভারে তাদের দরকার ছিল ১৩ রান। কঠিন হলেও এবি ডি ভিলিয়ার্সের মতো হার্ডহিটার উইকেটে থাকায় আশায় ছিলেন ব্যাঙ্গালুরু সমর্থকরা। কিন্তু ভুবনেশ্বর কুমার ওই ওভারে মাত্র ৮ রান খরচ করেন। ম্যাচটা ভীষণ জমে উঠেছিল ডি ভিলিয়ার্স ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকালে। শেষ দুই বলে দরকার পড়ে ৬ রান। কিন্তু দারুণ বোলিংয়ে ডি ভিলিয়ার্সকে এক রানের বেশি নিতে দেননি ভুবনেশ্বর।