সমরজিৎ রায়-প্রিয়াংকা গোপের ‘শরৎ প্রভাতে’

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের গুণী দুই সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। এর আগে তাদের গাওয়া ‘বেহাগের সুরে’ গানটি বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এবার দুর্গা পূজায় এই দুই শিল্পীর কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে মহালয়ার একটি নতুন মৌলিক গান। সমরজিৎ রায়ের সুর, সংগীতায়োজনে ‘শরৎ প্রভাতে’- শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্য ধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আজই প্রকাশ হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে। তাছাড়া মিউজিক ভিডিও’র পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র‌্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশ হবে।
সমরজিৎ বলেন, প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কণ্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পূজাতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দু’জনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন, মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দু’জনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে সন্দেহ নেই।