যশোর শিল্পকলার ভিন্নধর্মী আয়োজনে মুগ্ধ দর্শক

0

বিএম আসাদ ॥ সংগীত শুধু কণ্ঠে নয়, বাদ্যযন্ত্রের মাধ্যমে দর্শকদের মনকে আকর্ষণ করতে পারে- সেটি প্রমাণ করলেন যশোরের যন্ত্র সংগীতের শিল্পীরা। যশোর শিল্পকলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে প্রায় দু’ডজন শিল্পী গতকাল সন্ধ্যায় টাউনহল মাঠে ব্যতিক্রমধর্মী এ যন্ত্র সংগীত পরিবেশন করেন। বিভিন্ন সংগীতের সূরে বাদ্য যন্ত্র বাজিয়ে শিল্পীরা দর্শকদের আকর্ষণ করেন। বাদ্যযন্ত্রের মনোমুগ্ধকর সুরে মেতে ওঠেন হাজারো দর্শক।
বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় এই ভিন্নধর্মী অনুষ্ঠানের। এতে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিক উন্মোচিত হয়েছে। যা কণ্ঠ শিল্পীদের পরিবেশিত গানের তুলনায় কোন অংশে কম ছিল না।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সহসভাপতি সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে প্রখ্যাত সংগীতাজ্ঞ ওস্তাদ অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় তার গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য বাসুদেব বিশ্বাস প্রবন্ধের উপর আলোচনা করেন।