যশোরে নাট্যোৎসবে দেশ নাটকের পারাপার মঞ্চায়ন

0

 

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা রচিত এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মালেক ইভানের নির্দেশনায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে ‘পারাপার’ নাটক প্রদর্শিত হয়েছে। নাটকটির প্রযোজনায় ছিল দেশ নাটক ঢাকা। যশোরের নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাস যশোরের আয়োজনে ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসবের তৃতীয় দিন শনিবার নাটকটি পরিবেশিত হয়। ঋতুরাজ বসন্তের সন্ধ্যায় ‘পারাপার’ নাটক দারুণভাবে উপভোগ করেন যশোরবাসী।
নাটক শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, দেশ নাটক ঢাকার প্রধান কামাল আহমেদ, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।
দেড় ঘন্টার নাটকে অভিনেতা ছিলেন ২১ জন। নাটকের মূল চরিত্রে অভিনয় করেন সজিব, দিনা ও মায়াবি। অন্যান্য চরিত্রে অভিনয় করেন, ফাহিম মালেক ইভান, বিলকিস, কাজী রাজু, অসীম, নাঈম, লিমন, নাইস, ইব্রাহিম, সবুজ, সাদিয়া। আলোক পরিকল্পনায় ফারুখ খান টিটো এবং মঞ্চ পরিকল্পনায় ছিলেন কাজী কোয়েল। এছাড়া সঙ্গী আয়োজনে ছিলেন ফাহিম মালেক ইভান, অসীম ও সুইট।
নাটকের নির্দেশক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মালেক ইভান বলেন, গ্রামীণ সমাজের ওপর নাটকটি রচিত। নাটকটি ইতঃপূর্বে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, জাহাঙ্গীরনগর ও নজরুল বিশ্ববিদ্যালয়সহ ২০টি স্থানে প্রদর্শিত হয়েছে। নাটকটি যশোরে প্রথমবারসহ মোট ২১বার প্রদর্শিত হলো। দেশ নাটক ঢাকার এটি ২৪ তম প্রযোজনা।