বিভিন্ন দাবিতে ভাটা মালিকদের ইটবিক্রি কার্যক্রম বন্ধ

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি খুলনা বিভাগের সব ভাটায় ইট বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে এ কর্মসূচি। জিগজ্যাগ ইটভাটার ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব এক হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার করাসহ বিভিন্ন দাবিতে তারা এই কমূর্সচি শুরু করেছেন। যশোরের ভাটা মালিকরা বলছেন, ২০১৯ সালে সংশোধিত আইনে জিগজ্যাগ ভাটার জন্যে ৮ (৩)(ঙ) ধারা পরিবর্তনের আবেদন করেও কাজ হয়নি। ওই আইনে শুধুমাত্র এলজিইডি রাস্তার দূরত্ব বাতিল করা হয়েছে এবং অন্যান্য সমস্যাগুলো আরও জটিল করা হয়েছে। যেখানে বলা হয়েছে রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কিনিক গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে এক কিলোমিটার দূরত্বে ইটভাটা স্থাপন করা যাবে না। বাংলাদেশের মত জনবহুল দেশে ওই আইনে কোথাও ইটভাটা স্থাপন করা যাবে না। পাশাপাশি আগামী ২০২৫ সাল পর্যন্ত পরিবেশগত ছাড়পত্র পাওয়ার দাবিতে তারা এই কর্মসূচি শুরু করছেন। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার কর্মসূচির প্রথমদিন ভিন্ন ভাটায় ইট বিক্রির কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। ইট বিপণন ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকরা অলস সময় পার করছেন। দিন আনা দিন খাওয়া এসব শ্রমিকদের চোখে মুখে হতাশার ছাপ তারা বলছেন, কাজ না হলে আমরা কিভাবে চলবো। যশোর জেলায় ইট ভাটা রয়েছে ১৮৬টি। যেখানে প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করে। এ বিষয়ে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী নাজীর আহম্মেদ বলেন, সরকার যদি দাবি না মেনে নেয় তাহলে আগামী ২৭ তারিখ কেন্দ্রীয় সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।