মনিরামপুরে ব্যবসায়ী আ. হাইয়ের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে অষ্টাশি বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আর নেই। কিডনি, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল আটটার দিকে পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন বাড়িতে ইন্তিকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর দুইটার দিকে আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে উপজেলার জয়পুর গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়। কয়েকশ মুসল্লির অংশগ্রহণে জানাজার নামাজে ইমামতি করেন মাদীনাতুল উলুম মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া-বিন ইরশাদ। আব্দুল হাই উপজেলার জয়পুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
আব্দুল হাইয়ের মৃত্যর খবর পেয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অনুরূপভাবে সমবেদনা জানান মনিরামপুর অষ্টাশি বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।