‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ-ভারত কাজ করছে’

0

লোকসমাজ ডেস্ক॥ র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ ও ভারত কাজ করছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।
র‌্যাব নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, এই প্রশ্ন আপনারা ড. মোমেনকে করেন। ওই সময় পাশ থেকে আব্দুল মোমেন বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি।
গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সহায়তা করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন, প্রকৃত উন্নতি ছাড়া র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‌্যাবের অভ্যন্তরে রয়েছে।