উদীচী হত্যাযজ্ঞের ২৩ বর্ষপূর্তিতে হত্যাকারীদের দ্রুত বিচার দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ উদীচী হত্যাযজ্ঞের ২৩ বর্ষপূর্তি পালন করেছে সংগঠনটির যশোর জেলা সংসদ। এ উপলক্ষে গতকাল টাউন হল ময়দানে নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় ২৩ বছরেও এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বিশিষ্টজনেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচির মধ্যে শহীদদের স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, গণস্বাক্ষর ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দেয়ালে ১৯৯৯ সালের ৬ মার্চ বোমা হামলায় নিহত ও আহতদের ছবি প্রদর্শনী শুরু হয়। এ সময় উদীচী ট্রাজেডির বিচার পাওয়া ও না পাওয়ার বিষয়ে পালিত হয় গণস্বাক্ষর কর্মসূচি। কর্মসূচির উদ্বোধন করেন যে সময় বোমা হামলায় আহত এক পা হারানো শিল্পী সুকান্ত। পরে গণস্বাক্ষর করেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দৌল্লা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, জেলা সিপিবির সভাপতি অ্যাড. আবুল হোসেন, ইলাহদাদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা জিল্লুর রহমান ভিটু, মহিলা পরিষদের নেত্রী তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ। পরে রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম অ্যাড. আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, আলোচনায় অংশ নেন। উদীচী জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বিপ্লব। আলোচনা সভায় দীর্ঘ ২৩ বছরেও উদীচী হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচার পাই না, তাই চাই না।
আলোচনা উদীচী হত্যাকাণ্ডে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে টাউনহল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে।