স্বপ্নের নায়ককে চুমুতে ভরিয়ে দিলেন ঋতাভরী!

0

লোকসমাজ ডেস্ক॥ স্বপ্নের নায়কের জন্মদিন বলে কথা। পাগলামি তো থাকবেই। প্রতি বছরই সেই পাগলামি প্রকাশ পায়। এবারেও ব্যতিক্রম হলো না। হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে ভালবেসে তার গালে চুমুতে ভরিয়ে দিলেন কলকাতার অভিনেত্রী ঋতাভরী। ব্যাপারটা বেশ রোম্যান্টিক। প্রিয় নায়কের জন্মদিন শেষ হওয়ার কিছু আগেই ভালবাসামাখা আদরে ভরিয়ে দিয়েছেন তাকে। শুধু তাই নয়, রীতিমতো ফেসবুকে শো-অফও করলেন অভিনেত্রী। শুক্রবার অভিনেত্রীর প্রিয় নায়ক ব্র্যাড পিটের জন্মদিন ছিল। সেদিন একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ঋতাভরী তার ফেসবুক পেজে। সেখানে দেখা গেল, ব্র্যাড পিটের একটি পুতুল রয়েছে তার কাছে। সেই পুতুলকেই ভালবেসে চুমু দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটালেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার জীবনের অন্যতম ভালবাসা ব্র্যাড পিটকে। সকলে জানে আমি তাকে কতটা ভালবাসি।’ এর সঙ্গেই হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিলেন ‘ব্র্যাড পিট ফ্যান ফর লাইফ’। অর্থাৎ হলিউডের এই নায়ককে তিনি কতটা ভালবাসেন, তা আরও একবার মনে করিয়ে দিলেন অনুরাগীদের।