চিকিৎসকদের ঈদ এবার হাসপাতালেই

0

লোকসমাজ ডেস্ক॥ প্রতি ঈদেই হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি রোস্টার থাকে। সে অনুযায়ী তারা কাজ করেন। কোনও ঈদেই হাসপাতাল বন্ধ থাকে না, তবে রোগী কম থাকার কারণে কাজটা সীমিত হয়ে যায়। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। কোভিড-১৯-এ থমকে গেছে বিশ্ব। বাংলাদেশেও দিনকে দিন বাড়ছে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা, বেড়ে চলেছে মৃত্যু। তাই হাসপাতালগুলোতে এবারে থাকবে অন্য পরিবেশ। চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীরা একে মানসিকভাবে ‘অ্যাচিভ’ করে নিয়েছেন। চিকিৎসকরাও ঈদের দিনকে আলাদা করে কিছু অনুভব করছেন না। কোভিড ডেডিকেটেড একাধিক হাসপাতালের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এই সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। ঈদের ছুটির কথা চিন্তা না করে বরং মহামারির এই সময়ে কী করে রোগীর সেবা করা যায় সেটাই তাদের কাছে মুখ্য। কেউ কেউ বৈশ্বিক এই মহামারিতে রোগীদের পাশে থাকাকে নিজের সৌভাগ্য বলেও ভাবছেন। নিজেদের ডেডিকেশন প্রমাণ করার সময় এটাই, বলছেন তারা। ঈদের রোস্টার শুরু হবে আগামী ২৩ মে থেকে জানিয়ে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া ডা. রাশিদুল হাসান বলেন, ‘চিকিৎসকরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন আরও আগে থেকেই। আমাদের প্রস্তুতির অভাব নেই, ছুটিই চাননি কেউ।’