যুক্তরাষ্ট্রের সব কূটনীতিকদের উপর চীনের ‘একাধিক নিষেধাজ্ঞা’ আরোপ

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের কর্মীদের তৎপরতার বিষয়ে পূর্ববর্তী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসাবে চীনে সব আমেরিকান কূটনীতিকদের ওপর ‘পারস্পরিক নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনির্দিষ্ট এই পাল্টাপাল্টি পদক্ষেপ সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেট স্টাফদের ওপর আরোপ করা হবে এবং হংকংয়ের কনস্যুলেট জেনারেলও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় যোগ করেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রকের তাদের নেওয়া ভুল সিদ্ধান্তগুলো দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। হংকংয়ের কনস্যুলেট জেনারেলসহ মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের ওপর পারস্পরিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্প্রতি চীনাদের পক্ষ থেকে একটি কূটনীতিক নোট পাঠানো হয়েছে।’
এই নিষেধাজ্ঞার মধ্যে থাকবে কোনও বিশ্ববিদ্যালয় সফর করতে হলে অনুমতি নিতে হবে মার্কিন কর্মকর্তাদের। এছাড়া দূতাবাসের বাইরে ৫০ জনের বেশি লোক নিয়ে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না কিংবা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কোনও বৈঠকও নিষিদ্ধ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটন তাদের কূটনীতিকদের ওপর ‘একাধিক নিষেধাজ্ঞা’ আরোপ করে দুই দেশের সম্পর্কে বিষ ঢেলেছে। নভেম্বরের নির্বাচনের আগে দেশে সব ধরনের চীনা কার্যক্রমে সীমাবদ্ধতা এনেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি তৈরি হয়েছে বাণিজ্য, তাইওয়ান, তিব্বত, মানবাধিকার, হংকং ও করোনাভাইরাস মহামারির ইস্যু নিয়ে। এর আগে গত জুনে টেক্সাসের হাউস্টনে চীনকে তাদের কনস্যুলেট বন্ধের আদেশ দেয়। পাল্টা জবাবে চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করতে বাধ্য হয় বেইজিং।