যশোরে চাঁদাবাজি মামলায় বেকা রুবেল আটক : লম্বা বিল্লালকে খুঁজছে পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বানিয়াবহু গ্রামে সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আজিজুল হকের বাড়িতে চিঠি পাঠিয়ে চাঁদাবাজির মামলায় নুরুল হক রুবেল ওরফে বেকা রুবেল (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার সকালে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে। তার আসল বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর (মুন্সিবাড়ি) গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, বানিয়াবহু গ্রামের আজিজুল হকের বাড়িতে চিঠি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদাবাজির সাথে বেকা রুবেল জড়িত। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তথ্য প্রযুক্তির সাহায্যে বারান্দী কদমতলা থেকে তাকে আটক করেন তিনি। আটক বেকা রুবেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় আরো দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনের মামলা এবং অপরটি চাঁদাবাজির মামলা। তিনি আরো জানান, বানিয়াবহু গ্রামে আজিজুল হকের বাড়িতে চিঠি পাঠিয়ে চাঁদাবাজির মামলায় লম্বা বিল্লাল নামে আরো একজন সন্ত্রাসীকে খুঁজছেন তারা। তার বাড়িও বারান্দীপাড়া কদমতলায়।
ডিবি পুলিশ জানায়, শনিবার দুপুরের পর আটক বেকা রুবেলকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। উল্লেখ্য, বানিয়াবহু গ্রামে আজিজুল হকের বাড়িতে চিঠি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত তেঁতুলিয়া গ্রামের মো. মহসিনকে গত ১৪ মে টাকা নিতে আসার সময় ডিবি পুলিশ হাতেনাতে আটক করে। ১৫ মে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।