শরণখােলায় ভাইয়ের বিরুদ্ধে পাঁচ ভাই-বােনের জমি দখলের অভিযােগ

0

শরণখােলা (বাগেরহাট) সংবাদদাতা॥ শরণখােলায় পাঁচ ভাইবােনের পৈত্রিক জমি দখল করে নিয়েছে এক ভাই। জমি দখলের এমন অভিযােগে রোববার (২৮ নভেম্বর) দুপুরে শরণখােলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মহিম মেহেদী নামের এক ভাই। মহিম মেহেদী লিখিত বক্তব্যে জানান, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দখলে নেয়ার জন্য নানা কৌশল অবলম্বন করছে মেঝ ভাই আসলাম হােসেন। তিনি আরও জানান অনেক আগে থেকে মেঝ ভাই কৌশলে মাকে ম্যানেজ করে তার এবং তার নাবালক ভাই মনিরুজ্জামানের জমি লিখে নেয়। পত্রিক ও দলিল মুল ৯নং রায়েন্দা যার ৪০৪নং খতিয়ানের ৪৯০, ৪৯১ দাগ সহ ৭টি দাগে ০.২২২১ জমি প্রাপ্ত হই। উক্ত জমি হইতে আমি কিছু জমি বিক্রি করে উক্ত দাগ সমূহের মধ্যেই একটি মুদি দােকান উত্তােলন করে জীবিকা নিবার্হের চেষ্টা করি। কিন্তু আমার মেঝ ভাই আসলাম এতে বাধা প্রদান করে এবং আমার বিরুদ্ধে শরণখােলা থানায় মামলা রুজু করে । এছাড়া আমি দােকান ঘরে উক্ত জমি হতে না সরলে আমাকে খুন জখমেরও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন ভাই মাছুম জােমাদ্দার, মনিরুজ্জামান জােমাদ্দার ও বােন সুরাইয়া আক্তার কাজল। মহিম আরও জানায় কূটকৌশলে মাকে ম্যানেজ করে আমাদের অধিকার বঞ্চিত করে বাবার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা আত্মসাৎ করছে। উল্লেখ্য গত শনিবার দুপুরে আসলাম হোসেন ভাই ও বোনদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।