বাগেরহাটে ৩ পৌরসভার সাড়ে ৯ হাজার ৬শ মানুষ পাচ্ছে ১০ টাকা কেজির চাল

0

বাগেরহাট অফিস ॥ করোনাভাইরাসে কর্মহীন হয়ে বাগেরহাট জেলার ৩ পৌরসভার ৯ হাজার ৬শ মানুষ ১০ টাকা দরে চাল কিনতে করতে পারবেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর বিশেষ ওএমএস এর এই কার্যক্রম শুরু করা হয়। বাগেরহাট পৌরসভার ৬ হাজার এবং মোংলা ও মোরেলগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৬শ পরিবার নির্দিষ্ট কার্ড দেখিয়ে ১০ টাকা দরে মাসে ২০ কেজি করে চাল কিনতে পারবেন। বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাট পৌরসভায় ৬ হাজার মানুষকে আমরা কার্ড দিয়েছি। তারা ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারছেন। বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওএমএস কার্যক্রমের সদস্য সচিব মনোতোষ কুমার মজুমদার বলেন, করোনাভাইরাসে ঘরবন্দি মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ওএমএস কার্যক্রম জেলার তিন পৌরসভায় চালু করেছি। পৌরসভা কর্তৃপক্ষ সুবিধাভোগীদের তালিকা করে আমাদেরকে দিয়েছেন। সেই অনুযায়ী তারা ডিলারদের কাছ থেকে চাল কিনতে পারবেন। একটি পরিবার মাসে ২০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।