নিকেলের দামে রেকর্ড পতন

0

লোকসমাজ ডেস্ক॥ নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই আন্তর্জাতিক বাজারে বেশির ভাগ ধাতুর নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এ প্রভাব থেকে মুক্ত থাকেনি নিকেলের বাজারও। চলতি মাসে ধারাবাহিক দরপতনে কাটিয়েছে ব্যবহারিক ধাতুটির বাজার। কমতে কমতে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ শুক্রবার কার্যদিবসে নিকেলের দাম কমে গত ছয় মাসের বেশি সময়ের সর্বনিম্নে নেমেছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে শুক্রবার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল গড়ে ১২ হাজার ৪৩৫ ডলারের ক্রয়-বিক্রয় হয়েছে, আগের দিনের তুলনায় যা ১ শতাংশ কম। একই সঙ্গে তা ২০১৯ সালের জুলাইয়ের পর ধাতবপণ্যটির সর্বনিম্ন বাজারদর।
গত ২১ জানুয়ারি এলএমইতে প্রতি টন নিকেল বিক্রি হয়েছিল ১৩ হাজার ৭৪৫ ডলারে। এটাই ছিল গত এক মাসে ব্যবহারিক ধাতুটির সর্বোচ্চ দাম। এরপর পতন শুরু হয় পণ্যটির বাজারে। কমতে কমতে ২৭ জানুয়ারি এসে ধাতবপণ্যটির দাম দাঁড়ায় টনপ্রতি ১২ হাজার ৬৩৯ ডলারে। এর পরের দিন কিছুটা চাঙ্গা হয়ে পণ্যটির প্রত্যেক টন বেচাকেনা হয় ১২ হাজার ৭৩০ ডলারে। এরপর চড়াই-উতরাই পেরিয়ে ১১ ফেব্রুয়ারিতে এসে প্রতি টন নিকেলের দাম ফের ১৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। এটাই গত এক মাসে এলএমইতে ধাতবপণ্যটির দ্বিতীয় সর্বোচ্চ দাম।
এর পরই ফের পতন শুরু হয় ব্যবহারিক ধাতুটির বাজারে। দরপতনের ধারাবাহিকতায় এলএমইতে ২০ ফেব্রুয়ারি প্রতি টন নিকেল ক্রয়-বিক্রয় হয় ১২ হাজার ৬৮০ ডলারে। পরের দিন তা আরো কমে গত বছরের জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়।