ম্যাচসেরা হয়েও কেন পুরস্কার নিতে চাননি স্টোকস?

0

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বকাপে বেন স্টোকসের কীর্তির কথা মনে আছে? স্টোকস তো ইংল্যান্ডে ‘জাতীয় বীর’-এর মর্যাদা পেয়ে গেছেন তখনই। নিজের দিনে যে তিনি ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কোনো কিছুতেই কম যান না, প্রমাণ করেছেন আগেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে আরও একবার দেখা গেল স্টোকস-ঝলক। কেপটাউনে মাটি কামড়ে পড়ে থেকেও শেষ পর্যন্ত এই স্টোকসের কাছে হেরে গেছে প্রোটিয়ারা। টেস্টের শেষ দুই দিনের নায়ক ছিলেন স্টোকস। ব্যাট হাতে দ্রুতগতির ৭২ রান করেন দ্বিতীয় ইনিংসে। এরপর প্রায় ড্র হতে যাওয়া টেস্টে ইংল্যান্ডের শেষ তিন উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে তার উইলো থেকে এসেছিল ৪৭ রানের ইনিংস। ম্যাচে ধরেছেন ৬টি ক্যাচও।
ফলে ম্যাচসেরা হিসেবে স্টোকসকেই বেছে নেয়া হয়, পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয় তাকে। কিন্তু মঞ্চে ওঠে পুরস্কার নিতে অস্বীকৃতি জানান ইংলিশ এই অলরাউন্ডার। কিন্তু কেন? আসলে স্টোকসের কীর্তিতে ঢাকা পড়ে গেছেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া ডম সিবলি। নিজের চতুর্থ টেস্টে এসেই হার না মানা ১৩৩ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ইংল্যান্ডও দ্বিতীয় ইনিংসে এগিয়ে যায় বড় ব্যবধানে। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে উঠে স্টোকস বলেন, ‘আমার মনে হয়, মাঠে সবটুকু পরিশ্রম করেছে ডম (সিবলি)। এখানে থাকার কথা ছিল তার। সে-ই ম্যান অব দ্য ম্যাচ, তাকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে।’ স্টোকস যোগ করেন, ‘আমাদের দলের তিনজন আছে যাদের বয়স ২১। ভবিষ্যত তো উজ্জ্বলই মনে হচ্ছে। আমরা দৃঢ় প্রত্যয় দেখিয়েছি। যখন কোনো সিরিজে প্রথম দুই ম্যাচেই ফল চলে আসে, সেটা তো ইন্টারেস্টিং ব্যাপার। এজন্যই পাঁচদিনের ক্রিকেটটা থাকা উচিত। এটা ক্রিকেটের সেরা ফরমেট।’