প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন আজ সন্ধ্যায়

    0

    লোকসমাজ ডেস্ক ॥ প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করতে নির্বাচন কমিশন আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করতে যাচ্ছে বিশেষ অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

    তিনি বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় আউট–অব–কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করছি। এটি মূলত বিদেশে অবস্থানরত ভোটারদের নিবন্ধনের সুযোগ দেবে। গ্লোবাল সময় বিবেচনায় রেখে সন্ধ্যায় অনুষ্ঠানটি করা হচ্ছে।”

    ইসি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ৪০ লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন, যা দেশের মোট জনসংখ্যার ৭–৮ শতাংশ। তাঁদের ভোট অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেও প্রবাসীদের নিবন্ধনে উৎসাহ দিতে অনুরোধ করেন তিনি।

    ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, আজ সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করবেন।