খুলনায় কালভার্টের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

খুলনা ব্যুরো॥ খুলনায় রেল লাইনের কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর আটরা-গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্স প্লান্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন কালভার্টের নিচে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে