ডা. ফরিদের মতবিনিময় ‘এমপি হই বা না হই মানুষের সেবা করে যাবো’

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেছেন, শুধুমাত্র মানুষের সেবা করার উদ্দেশ্যে তিনি লন্ডনের আরাম-আয়েশ ছেড়ে নিজ মাতৃভূমি যশোরে ফিরে এসেছেন। তিনি এমপি হন বা না হন, মানুষের সেবা চালিয়ে যাবেন। বুধবার প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. মোসলেহ উদ্দীন ফরিদ জানান, তিনি ঝিকরগাছা ও চৌগাছার সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছেন। এরই অংশ হিসেবে তার নির্বাচনী এলাকার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছেন। প্রতিটি ক্যাম্প থেকে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন। এই ক্যাম্পগুলোতে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি বাংলায় অনূদিত প্রায় ২০ হাজার পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। তিনি ইতোমধ্যে ২০টি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছেন।

এছাড়াও তিনি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করতে বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করে সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখেছেন। ঝিকরগাছা ও চৌগাছার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন নির্মাণ ও সংস্কারের জন্য তিনি মন্ত্রণালয়ে যোগাযোগ করে তহবিল সংগ্রহ করেছেন বলেও জানান।

ডা. ফরিদ বলেন, যদি তিনি নির্বাচিত হন, তাহলে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবেন। একইসাথে, সমাজের সকল স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা আমির আব্দুল আলিম এবং চৌগাছা উপজেলা আমির গোলাম মোরশেদ প্রমুখ।