ঝিনাইদহে প্রতারক বিল্লাল গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ আদালত চত্বর এলাকার চিহ্নিত প্রতারক ও ধর্ষণ মামলার আসামি বিল্লাল ওরফে বোমা বিল্লালকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বোমা বিল্লাল সদর উপজেলার বেড়াশুলা গ্রামের ইয়াসিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ শহরের গোপিনাথপুর টিভি সেন্টার কলোনিপাড়ায় বসবাস করতেন।

ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা গেছে, বিল্লালের কিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা করেন। এই মামলায় বিল্লাল পলাতক ছিলেন। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ তাকে হলিধানী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে।

বিল্লাল ওরফে ডাকাত বিল্লাল একজন চিহ্নিত প্রতারক। এক সময় তিনি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির বোমা স্কোয়াডের সদস্য ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরে বিল্লাল জাল সনদ দিয়ে ঝিনাইদহ আইনজীবী সহকারী সমিতিতে মহুরি হিসেবে কাজ করতেন।

সূত্র জানায়, ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় তার একটি শক্তিশালী চক্র আছে। এই চক্রে কয়েকজন নারী সদস্য আছেন। তারা যুবক ছেলেদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেন। রাজি না হলে ঝিনাইদহসহ বাংলাদেশের বিভিন্ন আদালত বা থানায় হয়রানিমূলক মামলা করেন।