শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পরও যথাসময়ে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে যশোর শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় যশোর শিক্ষাবোর্ড প্রাঙ্গণে বিক্ষোভের সূচনা করেন এইচএসসি পরীক্ষার্থীরা ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীরা। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা নানা দাবিতে স্লোগান দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা।

বিক্ষোভ চলাকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিনসহ বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা মাইলস্টোনের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে একটি মিছিল নিয়ে তারা যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। সেখানে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সোচ্চার হন তারা এবং জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আসমা বেগম বলেন, ‘আমরা দুঃখিত এবং শোকাহত। শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে মন্ত্রণালয়ে জানানো হবে।’