যশোরে জাতীয় স্কুল ক্রিকেটে মুসলিম একাডেমির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের গতকাল মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে মুসলিম একাডেমি। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত খেলায় আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিকে ৩ উইকেটে পরাজিত করে। খেলায় টসে জিতে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ৩৩ ওভার ৩ বলে ১৩৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে । দলের পক্ষে ব্যাট হাতে মেহরব হোসেন সর্বোচ্চ ৪২ রান সংগ্রহ করেন। বল হাতে মুসলিম একাডেমির রিফাত বিন তামিম ও বাবু ৩ টি করে , সোহন ২ টি এবং শাহরিয়ার ইসলাম ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্য মুসলিম একাডেমি ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট কতে নেমে ২৪ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষ্যে ব্যাট হাতে রাকিবুল হাসান ৩০ এবং সোহান হাসান ২০ রান সংগ্রহ করেন। বল হাতে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সাদিক ও তাহসান ২ টি করে এবং শফিকুল ইসলাম ও মেহরব হোসেন ১ টি করে উইকেট লাভ করেন।