এইচএসসি : যশোর বোর্ডে ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৫২৩, বহিষ্কার ২

0

বিশেষ প্রতিনিধি॥ মঙ্গলবার অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি প্রথম পত্র (১০৭) আবশ্যিক পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের দায়ে দুই জন বহিষ্কার হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ দিন পরীক্ষায় দুই হাজার ৫২৩ জন অনুপস্থিত ছিল। যশোর শিক্ষা বোর্ডের আওতায় ১০ জেলায় ২৪০টি কেন্দ্রে ৫৭৫টি কলেজের এক লাখ ১১ হাজার ২৫৪ জন পরীক্ষা দেয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল এক লাখ ৮ হাজার ৭৩১ জন। ফলে অনুপস্থিত ২৫২৩ জন। অনুপস্থিতির হার ছিল ২.২৭ শতাংশ। গতবছর এদিন অনুপস্থিত ছিল ১৯০৬ জন, গতবারের চেয়ে অনুপস্থিতির হার বেশি। গতবার অনুপস্থিতির ছিল ১.৬২ শতাংশ।

এদিকে পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের দায়ে দুই জনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। এদের একজন চুয়াডাঙ্গা জেলার দর্শনায়, তার রোল দর্শনা-২৮১-২০৯৩৪৩ এবং অন্যজন মাগুরার। তার রোল মাগুরা -৩৪৩-২৫৬৩৬৮।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুুল মতিনের দপ্তর সূত্রে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।