মনিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তামাক নয়, খাদ্য ফলান’।  শনিবার এ উপলক্ষ্যে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা,আলোচনা  সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ইনস্পেক্টর(তদন্ত) বদরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক,মাওলানা মহিউল ইসলাম,প্রণয় বিশ্বাস, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল।

সঞ্চালনায় ছিলেন মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু।  বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ‘ধূমপানে বিষপান’ বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

রচনা প্রতিযোগিতায় প্রথম হন, মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অরণ্য রায়, দ্বিতীয় নেঙ্গুড়াহাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির রওজাতুল জান্নাত এবং তৃতীয় হন মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ফাইজা।