যশোরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্পের উদ্বোধন

0

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার বাইরে প্রথমবারের মতো যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হামিদপুরে শামস্-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বেলুন ফেস্টুন উড়িয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শামস্-উল-হুদা ফুটবল একাডেমি যশোরবাসীর গৌরব। এটি যশোরের মাটিতে খেলোয়াড় তৈরির সুযোগ করে দিয়েছে। এখান থেকে খেলোয়াড় তৈরি হয়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে দেশের সুনাম অর্জন করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। আশাবাদী এই প্রস্তুতি ক্যাম্পে যারা অংশ নেবেন তারা বিদেশের মাটিতে দেশের সুনাম অর্জন করবেন।

অনুষ্ঠানে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোরের পুলিশ সুপার রওনক জাহান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল এবং কর্মকর্তা মাসুদুর রহমান।

প্রস্তুতি ক্যাম্পে অংশ নেওয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের খেলোয়াড় আনোয়ার হোসেন বলেন, শামস্-উল-হুদা ফুটবল একাডেমির মাঠের কথা অনেক শুনেছি। সেই মাঠে আজ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি নিজের ফুটবল ক্যারিয়ারকে আর সমৃদ্ধ করার সুযোগ পাবো। অপর খেলোয়াড় মোহাম্মদ শাওন বলেন, আমি আশা করি এখানে সুন্দরভাবে প্রশিক্ষণ শেষ করতে পারবো। দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো। তিনি আরও বলেন, একাডেমি থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে নেতৃত্বে দিচ্ছে। সে দিক থেকে অবশ্যই এমন একটি একাডেমিতে ন্যাশনাল ক্যাম্পে আসতে পারাটাও অনেক ভাগ্যের ব্যাপার।

শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল বলেন, গত বুধবার রাতে ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সদর উপজেলার হামিদপুরে শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে পৌঁছায়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষার্থীরা। আর ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে মধ্যে ৩১জন খেলোয়াড়, ৫ জন অফিসিয়াল ও দুইজন বল বয় রয়েছেন। টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুত আছে।

তিনি আরও জানান, ঢাকার বাইরে এই প্রথম যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে’র দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।