যশোরে হেমন্তকালীন কবিতা পাঠের উৎসব

0

 

স্টাফ রিপোর্টার ॥ হেমন্তকালীন কবিতা পাঠের উৎসব করেছে যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)। বুধবার প্রেসক্লাব যশোরে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক মো. আব্দুল্লাহ ইউসুফ শামীম। বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ফারুক নওয়াজ, অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, শিক্ষাবিদ আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। অনুষ্ঠানে কবিতা উৎসবে কবিতা পাঠ করেন, কবি এমএনএস তুর্কি, কবি এমএ কাসেম অমিয়, অরুন বর্মন, আহমেদ মাহবুব ফারুক, সোনিয়া সুলতানা চাঁপা, নাসির উদ্দিন, ডা. অমল কান্তি সরকার, আমিনুর রহমান, সানজিদা ফেরদৌসী, শরীফ হোসেন ধীমান, মো. নজরুল ইসলাম, হাজারী লাল সরকার, সুরাইয়া শরীফ, হোসেন উদ্দীন, ডা. এম আর খান মোহন, মাসুম বিল্লাহ, খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক মো. আব্দুল্লাহ ইউসুফ শামীমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।