রামপালে বিএনপির মিছিল-সমাবেশ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে খুনি হাসিনার ফাঁসির দাবিতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ মিছিল ও সমাবেশ করেছেন।
রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ফকির শাহাদাৎ হোসেন, শেখ ফিরোজ কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, আব্বাস হোসেন, আবু জাফর, এস, এম আব্দুল্লাহ আজমি, মাহাফুজুর রহমান চিক, শেখ মোতাহার আলী, প্রিন্স, বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক উপজেলা আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা জনরোষে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে রয়েছে। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করে দেশের অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এ সময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মাধ্যমে তার ফাঁসির দাবি হরেন।