যশোরে বিএনপি’র অফিস ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান লাইফের আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার আসামি রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফ রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি আদালতে জামিনের আবেদনও জানান। সিনিয়র জুডিসিয়াল মো. গোলাম কিবরিয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এদিকে বিএনপি অফিসে হামলার সাথে জড়িত অভিযোগে আরও ৭ জনকে গত শনিবার রাতে আটক করেছে পুলিশ। এরা হলেন, সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে শেখ রানা, গাইদগাছি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান স্বপন, শালিয়াট পূর্ব পাড়ার হোসেন আলীর ছেলে পারভেজ ইসলাম, শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, পূর্ব বারান্দীপাড়া বউ বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেন পিন্টু, অভয়নগর উপজেলার কাপাশহাটি গ্রামের মাজহারুল ইসলামের ছেলে কামরুজ্জামান মুন্না ও নাউলী গ্রামের মৃত বিএম আক্তারুজ্জামানের ছেলে বিএম রুবেল হাসান। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের মিছিল থেকে জেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদকস অ্যাড. এম এ গফুর কোতয়ালি থানায় মামলা করেন।