যশোরে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আদালতে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শহরের বেজপাড়ার আল আমিনের স্ত্রী সাবিনা আক্তার মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আকবর হোসেন।
আসামিরা হলেন, কোতয়ালি থানা পুলিশের এসআই জয়ন্ত সরকার ও আনছারুল হক। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জন পুলিশ কনস্টেবলকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৬ মার্চ বিকেলে আল আমিন মোটরসাইকেলে শংকরপুর আশ্রম রোড মহিলা মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে থামার জন্য সংকেত দেন এসআই জয়ন্ত সরকার ও এসআই আনছারুল হক। আল আমিন মোটরসাইকেল থামালে কাগজপত্র পরীক্ষা করেন ওই দুই পুলিশ কর্মকর্তা। এ সময় ওই দুই পুলিশ কর্মকর্তা তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা মোটরসাইকেলসহ আল আমিনকে থানায় নিয়ে যান। এ সংবাদ পেয়ে আল আমিনের স্ত্রী সাবিনা আক্তার থানায় গেলে স্বামীর মুক্তির জন্য তার কাছে ১০ হাজার টাকা দাবি করে পুলিশ। কিন্তু টাকা না দেওয়ায় পরদিন বিস্ফোরকের একটি মামলায় পুলিশ আল আমিনকে আদালতে চালান দেয়।