হলিউডে ‘বি’ গ্রেড ছবিতে অভিনয়ের কারণ জানালেন প্রিয়াংকা

0

লোকসমাজ ডেস্ক ॥ বলিউডে একসময় একতরফা সিনেমা করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তারপর হলিউডে পাড়ি দিয়েছেন এ অভিনেত্রী। সেখানেও গান, টিভি সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ এবং সম্প্রতি ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার।

এ বিষয়ে প্রিয়াংকা চোপড়া বলেন, বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পর আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনের সঙ্গে মতান্তর হচ্ছিল। তিনি বলেন, এখানেই শেষ নয়; এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম-আমি বিরতি চাই।

বলিউডের এত সাফল্যের পেছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। তিনি আরও বলেন, অনেকে যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন-কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও ‘বি’ গ্রেড ছবিতে কাজ করছি। তাদের কাছে এটাই আমার উত্তর।

উল্লেখ্য, হলিউডে ‘বি’ গ্রেড ছবিতে অভিনয় করেও ডওয়াইন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।