রামপালে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা তামিম আহত

0

 

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা গাজী তামিম হাসান (২৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত তামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সুমনের দোকানে। এ ঘটনায় রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দিতে পারেননি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ, আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোজপাতিয়ার আল আমিনের নির্দেশে রব হাওলাদার, মাহাতাব ও আসাদ বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা করে তার ওপর। তামিম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। এ সময় অন্যান্যরা তাকে বেধড়ক মারপিট করে আহত করে। খবর পেয়ে নেতাকর্মীরা ও তার স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। অভিযোগের বিষয়ে ভোজপাতিয়া আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৬ নং ওয়ার্ডে পূজা উদযাপন উপলক্ষে একটি সভা হওয়ার কথা ছিল। লোকজন সেখানে যাওয়ার সময় তামিম বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কিতে তামিমের মাথা কেটেছে। তাকে কেউ কোপ দেয়নি।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের কাছে জানতে চাইলে মারধরের ঘটনার কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো।