লোহাগড়ায় ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

 

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে শুক্রবার বিকেলে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় জয়পুর ফুটবল একাদশ ১-০ গোলে কুমড়ি ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. সালাউদ্দিন, যুবদল নেতা মো. আহাদুজ্জামান আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিলন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, ছাত্রদল নেতা মো. ফরহাদ, মো. লিমন প্রমুখ।