হবু বরের মোবাইল ফোনে ‘নগ্ন’ ছবি ভাঙলো বিয়ে

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ হবু বরের মোবাইল ফোনে পাত্রীর এডিট করা ‘নগ্ন’ ছবি পাঠিয়ে বিয়ে ভাঙার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের কনেজপুর গ্রামে।

গ্রামবাসী জানান, কনেজপুর গ্রামের খোকন মিস্ত্রির মেয়ের বিয়ে ঠিক হয় রামনগর গ্রামের মজনুর ছেলে রাজুর সঙ্গে। বিয়ের দিনক্ষণ ঠিকে হলে কুমড়াবাড়িয়া গ্রামের মুরাদ আলীর বখাটে ছেলে মাসুম পাত্রীর এডিট করা কিছু ছবি হবু বর রাজুর মোবাইল ফোনে পাঠিয়ে দেয় এবং মেয়ে সম্পর্কে আজেবাজে কথা বলে। ছবি পেয়ে হবু বর ও তার পরিবার বিয়ে ভেঙে দেয়। পাত্রী পক্ষের লোকজন এ কথা জানতে পেরে বৃহস্পতিবার বখাটে মাসুমের বাড়িতে হাজির হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে আগেই পালিয়ে যায় মাসুম। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হায়দার আলী খবরের সত্যতা স্বীকার করে জানান,খুবই অন্যায় হয়েছে। এভাবে অপবাদ দিয়ে বিয়ে ভাঙা গর্হিত কাজ। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহিদ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।