চৌগাছায় অজ্ঞান পার্টির কবলে পড়ে স্বর্ণালঙ্কার খোয়ালেন নারী

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় এক নারী অজ্ঞান পার্টির কবলে পড়ে স্বর্ণালঙ্কার খুঁইয়েছেন। চৌগাছা বাজারের মাদ্রাসা সড়কে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা জানান, তার শাশুড়ি রেহেনা বেগম উপজেলার ধুলিয়ানী গ্রামে বাস করেন। সোমবার তিনি চৌগাছা বাজারে যান। মাদ্রাসা সড়কে তিন যুবক তার পিছু নেয়। হঠাৎ এক যুবক চাচি বলে সম্বোধন করে তার নাকের কাছে চেতনানাশক ধরে। কিছুক্ষণের মধ্যেই ওই নারী আত্মভোলা হয়ে যান। এরপর যুবকরা ওই নারীকে যেদিকে যেতে বলে তিনি সেই দিকেই যেতে শুরু করেন। একপর্যায়ে বাজারের বড় মসজিদ গলিতে নিয়ে ওই নারীর গলার চেন, হাতের চুড়িসহ অন্যান্য মালামাল নিয়ে সটকে পড়ে যুবকরা।
বিকেলে ঘুরতে ঘুরতে রেহেনা বেগমের চেতনা ফিরলে পৌর এলাকার মডেলস্কুল পাড়ার জামাতা গোলাম মোস্তফার বাড়িতে যান। এ সময় তিনি তার জামাতাকে ঘটনা খুলে বলেন। এ ঘটনার পর এখনও তিনি স্বাভাবিক হতে পারেনি বলে জানান স্বজনরা। সোমবার রাতেই চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার।