বিদায়ী জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে লোকসমাজের শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলামকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান এবং দৈনিক লোকসমাজের ৩০ বছর পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা স্মারক তুলে দেন। যশোর অঞ্চলে অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিনের পাঠকপ্রিয় এই পত্রিকার পক্ষ থেকে এটি ছিল সম্মাননা ও কৃতজ্ঞতার প্রকাশ।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ, স্টাফ রিপোর্টার আকরামুজ্জামান ও প্রধান ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া। তারা বিদায়ী জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বপালনকালে তাঁর সুনাম, কর্মস্পৃহা ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন।

গত ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. আজাহারুল ইসলামকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা শাখার উপসচিব হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে যশোরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান অতিরিক্ত সচিব মোহাম্মাদ আশেক হাসান। এই পরিবর্তনের মধ্য দিয়ে যশোরে প্রশাসনিক দায়িত্বের গুরুত্বপূর্ণ রদবদল ঘটে।

রোববার ছিল মো. আজাহারুল ইসলামের যশোরের জেলা প্রশাসক হিসেবে শেষ কার্যদিবস। শেষ দিনের প্রতিটি মুহূর্ত তিনি নিজ দপ্তরে থেকে দায়িত্বপূর্ণভাবে অতিবাহিত করেন। সকাল থেকেই তিনি জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন এবং চলমান কাজগুলোর অগ্রগতিও পর্যালোচনা করেন। দিনভর জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষকসহ অনেকেই তাঁর কার্যালয়ে এসে বিদায়ী শুভেচ্ছা জানান। এতে জেলা প্রশাসকের দপ্তরের পরিবেশ ছিল আবেগঘন।

বিদায়ী জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, যশোরে দায়িত্বপালনের প্রায় দেড় বছরে তিনি যে ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছেন, তা তাঁর কর্মজীবনের সেরা প্রাপ্তিগুলোর একটি।

তিনি বলেন, ‘যশোরের মানুষের ভালোবাসা আমি সারাজীবন স্মরণে রাখবো। দায়িত্বপালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। দেশের যেখানেই দায়িত্ব পালন করি না কেন, যশোরের মানুষকে ভুলবো না।’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে জেলা প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসে এবং তখনই মো. আজাহারুল ইসলাম যশোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

দায়িত্বপালনে মাত্র ১ বছর তিন মাসের মধ্যেই তিনি প্রশাসনিক দক্ষতা, সততা, মানবিক আচরণ এবং জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হন। পরিবর্তিত পরিস্থিতিতে সংকট মোকাবিলা, সরকারি সেবা তদারকি, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও জনসম্পৃক্ততায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।