রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, সব কলেজের মাসিক ফি ছিলো ৫০ টাকা। এর পরিবর্তে রাজগঞ্জ ডিগ্রি কলেজে নেওয়া হয়েছে ১৫০টাকা। কলেজের অস্থায়ী মসজিদ ভেঙে পার্কিং করে অধ্যক্ষ আব্দুল লতিফ ইসলামবিরোধী কর্মকা- করেছেন। কলেজের এক কর্মচারীকে জনসম্মুখে মারধর ও নির্যাতন করেন। আওয়ামী লীগের প্রতিটি অনুষ্ঠানে তিনি জোর করে চাঁদা আদায় করতেন। মুজিববর্ষে রাজগঞ্জ বাজারের অধিকাংশ দোকানির কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করেছেন। বাজারে শ শ মানুষের সামনে এক অসহায় নারী এবং তার বোনকে নির্যাতন করেন। রাজগঞ্জ বাজারে মুজিবের ম্যুরাল এবং অডিটোরিয়াম তৈরিতে অতিরিক্ত বাজেট দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেন। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকাকালীন বিদ্যালয়ের পুরাতন ভবনের নির্মাণসামগ্রী বিক্রির টাকা আত্মসাৎ, স্কুলের মাঠে মাটি ভর্তির সময় অল্প মাটি ফেলে হিসাবে গরমিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, স্কুলের পার্কের নামের অর্থ বরাদ্দ করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, স্কুলের পাশে বাঁওড়ের পাশ দিয়ে বাঁধ দেখিয়ে প্রকল্প থেকে অর্থ আত্মসাত করার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়।