রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। তার পদত্যাগের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষ আব্দুল লতিফের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার ফিরিস্তি তুলে ধরেন। তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে যুক্ত হন তাদের অভিভাবকসহ এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ ছাত্ররা অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগের জন্য ৭২ ঘন্টা সময়সীমা বেধে দেন। ওই সময়সীমার মধ্যেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও দুর্বার কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।