টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম, মাকে মারধর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুরে টাকা চেয়ে না পেয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম ও মায়ের বুকে লাথি মেরেছে ছেলে। গুরুতর আহত অবস্থায় মা হাজেরা খাতুন (৬০) ও বাবা মোজাফ্ফর হোসেন (৬৫) যশোর-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে শংকরপুর হাজারী গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাজেরা খাতুন বলেন, তার ছেলে সাইফুল ইসলাম ক্যান্টনমেন্ট এলাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী। সে প্রায়ই তার বাবার কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা না পেলে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে।

সোমবার সকালে সে আমার কাছে হঠাৎ করে এক লাখ টাকা দাবি করে। টাকা কোথায় পাবো বলা মাত্রই সে আমার বুকে লাথি মারে। এরপর ঘরে মধ্যে শুয়ে থাকা আমার স্বামীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। পরে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে যশোর-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।