যশোরে ক্ষতিকর খাদ্য বিক্রির অপরাধে দুটি দোকানে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সিটি প্লাজার সামনে গোহাটা রোডের দুটি দোকানে সোমবার অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ক্ষতিকর খাদ্য বিক্রির অপরাধে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোহাটা রোডের ভোলানাথ স্টোরে অভিযান চালানো হয়।

এ সময় ওই দোকানে ক্ষতিকর রঙ মিশ্রিত এবং উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তালিক ছাড়াই পানে খাওয়া এক প্রকার খাদ্য বিক্রির জন্য মজুদ পাওয়া যায়। এ কারণে দোকান মালিক অরবিন্দুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং সেখানে পাওয়া ওইসব ক্ষতিকর খাদ্য জব্দ করা হয়। পরে একই রোডের এস ডি স্টোরে অভিযান চালানো হয়।

এ সময় ওই দোকানে শিশু খাদ্য চিপসের কাঁচা খাদ্য ক্ষতিকর রঙ মিশ্রিত অবস্থায় বিক্রির জন্য মজুদ অবস্থায় পাওয়া যায়। এ কারণে দোকান মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং ক্ষতিকর শিশু খাদ্য জব্দ করা হয়।