যশোরে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বারসহ পাচারকারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিশেষ কায়দায় কোমরে লুকিয়ে রাখা সোনার ১টি বারসহ ইমরান হোসেন (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। সোমবার যশোর-নড়াইল সড়কের বাউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

যশোর-৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বাউলিয়া বাজারে অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে ইমরান হোসেন নামে ওই সোনা পাচারকারীকে আটক করেন।

পরে তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় কোমরে লুকিয়ে রাখা সোনার ১টি বার উদ্ধার করেন। যার ওজন ৩৮৪ দশমিক ৩৮ গ্রাম। বর্তমান বাজার মূল্য ৬৯ লাখ ৩৯ হাজার ২১২ টাকা। আটক ইমরান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আটক ইমরান হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পেরেছে, ঢাকার মালিবাগ এলাকার চোরাচালানীদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে তিনি সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন।

আটক ইমরান হোসেনকে কোতয়ালি থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।