যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ

0

লোকসমাজ ডেস্ক ॥ নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, কালার ফেস্ট, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিরিয়ারিং (টিই) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে টিই বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের শিক্ষা জীবনের সমাপ্তি পর্যন্ত তোমাদের পাঠদানের পাশাপাশি সার্বিক বিষয়ে দেখাশোনার দায়িত্ব আমাদের। তোমাদের সকল প্রকার সুবিধা-অসুবিধা আমার সাথে সরাসরি অথবা তোমাদের অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাথে সরাসরি যোগাযোগ রাখবে।

টিই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সালমা খাতুন শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ইঞ্জিনিয়ার ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিই বিভাগের শিক্ষার্থী মো. সাফি ও আব্দুল্লাহ-আল-নোমান। বিজ্ঞপ্তি।