ঝিকরগাছায় পৌর মেয়রের কক্ষে তালা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এনে বিক্ষোভ করেছেন পৌরবাসী। এ সময় মেয়রের কক্ষে তালা লাগিয়ে দেন তারা।
রোববার সকালে ঝিকরগাছা বাজার থেকে কয়েক শ মানুষের একটি মিছিল ভুয়া ভুয়া ও ভোট ডাকাত, ভোট ডাকাত বলে স্লোগান দিয়ে পৌরসভায় প্রবেশ করে। মেয়র তার কক্ষে ছিলেন না। বিক্ষোভকারীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলীর সাথে কথা বলেন। তখন বিক্ষোভকারীদের পক্ষ থেকে সম্প্রতি হয়ে যাওয়া টেন্ডার নং-০৪/২০২৩-২০২৪ (আইএফটি) (ওটিএম)’র ৬ কোটি ৯১ লাখ টাকার টেন্ডার মেয়র নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা ও জালিয়াতির বিষয়ে জানতে চাওয়া হয় ও উল্লিখিত টেন্ডার বাতিল করে ফের টেন্ডার আহ্বানের কথা বলা হয়। বিক্ষোভকারীদের দাবির প্রতি একমত হয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোস কুমার হাজরা ও সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান টেন্ডার বাতিলের আশ^াস দেন।
এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিক্ষোভকারীরা বলেন, ঝিকরগাছার পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল দীর্ঘদিন ধরে পৌরবাসীর সাথে প্রতারণা করে আসছেন। প্রতিটি টেন্ডারের সময় তিনি নিজের লোকজন দিয়ে টেন্ডার ড্রপিং করিয়ে নিজেই কাজ করেন। পরে টেন্ডার সিডিউল মূল্যের ২/৩গুণ বৃদ্ধি করে নিজেই সেই কাজ শেষ করেন। গত পৌর নির্বাচনে ইভিএম কারসাজিসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে নিজের এলাকা ছাড়া অন্য ওয়ার্ডে আশানুরূপ কাজ না করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিক্ষোভকারীরা।